আগরতলা, ২৫ মার্চ।। পণ্যবাহী গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক। দুর্ঘটনাটি ঘটেছে আগরতলা শহরের মরা চৌমুহনী এলাকায় রবিবার দুপুরে। নিহত যুবকের নাম জয়দীপ দাস। ঘাতক গাড়িটির কোন হদিশ পয়নি পুলিশ। স্মার্ট সিটি আগরতলা শহরের এতগুলো সিসি ক্যামেরা থাকার পরও পুলিশ গাড়িটি সনাক্ত করতে পারেনি খবর লেখা পর্যন্ত।
জানা গিয়েছে, জয়দীপ রাজধানী আগরতলা শহরের মরা চৌমুহনি এলাকায় একটি হোটেলের সামনে দাঁড়িয়েছিল। তখন তাকে একটি পণ্যবাহী গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। সাথে সাথে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় পথচারীরা। কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসে তার মা ও বোন। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় মর্গে। এখন দেখার বিষয় স্মার্ট সিটির সিসি ক্যামেরা দেখে পুলিশ ঘাতক গাড়ি চালককে আটক করতে সক্ষম হয় কিনা। পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।