আগরতলা, ১৬ মার্চ।। সামগ্রিক টিকাকরণ শুরুর পূর্বে পোলিও, বসন্ত ইত্যাদি রোগে অনেকের জীবনহানি হত। স্বাস্থ্যকর্মীরা বর্তমানে বর্ষব্যাপী নিরলসভাবে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে চলছে। শনিবার রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু জাতীয় টিকাকরণ দিবস- ২০২৪ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহায়তায় রাজভবনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল টিকাকরণের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। রাজ্যপাল বলেন, অনুষ্ঠানে টিকাকরণের মাধ্যমে সুরক্ষিত থাকার উপর রাজ্যপাল গুরুত্ব আরোপ করেন। রাজ্যপাল বলেন, এবছর প্রথমবারের মতো রাজভবনে জাতীয় টিকাকরণ দিবস উদযাপন করা হয়েছে।অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু শিশুদের পোলিও ডোজ খাওয়ান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রঞ্জন বিশ্বাস, রাজ্যপালের উপসচিব রতন ভৌমিক, জেলা টিকাকরণ আধিকারিক ডাঃ ঈষিতা গুহ, রাজভবনের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিক ডাঃ অম্লান দত্ত প্রমুখ।