বিলোনিয়ায় প্রাইভেট গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক

বিলোনিয়া, ১৫ মার্চ।। বাইক দূর্ঘটনায় গুরুত্বর আহত এক যুবক। আহত যুবকের নাম অনিকেত ভক্ত। বাড়ি দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থানাধীন বরোজ কলোনী এলাকার। দূর্ঘটনাটি ঘটে শুক্রবার বেলা দুইটা নাগাদ বিলোনিয়া তবলা চৌমুহনী এলাকায়।

দূর্ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা। ঘটনাস্থল থেকে আহত অনিকেতকে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর অনিকেত ভক্তকে রেফার করে দেয় শান্তিরবাজারস্থিত দক্ষিণ জেলা হাসপাতালে।

জানা যায় , অনিকেত ভক্ত টিআর-০৮-বি-৯৭৯৯ নম্বরের একটি বাইক নিয়ে মনুর মুখের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর অপরদিক থেকে আসা টিআর০১বিভি-০৪৩৭ নম্বরের একটি প্রাইভেট গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে তবলা চৌমুহনি এলাকায়। এই সংঘর্ষেবাইক চালক অনিকেত ভক্ত রাস্তায় ছিটকে পড়ে হাতে এবং বুকে আঘাত পায়। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দূর্ঘটনার মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *