অমরপুর, ১৫ মার্চ।। কেন্দ্র ও রাজ্যের বর্তমান সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। কৃষকদের আয় দ্বিগুণ করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আজ অমরপুর কৃষি মহকুমার রাঙ্গামাটিতে গ্রামীণ কৃষক জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, ফসল বিক্রি করে কৃষকদের আয় দ্বিগুণ করতে হলে শুধুমাত্র চিরাচরিত পদ্ধতিতে চাষ করলেই চলবে না। এজন্য কৃষকদের সঠিক প্রযুক্তিগত জ্ঞান সম্পর্কে অবহিত থাকতে হবে। এই কাজটি করার জন্যই এ ধরনের গ্রামীণ কৃষক োলজমি ফাঁকা না রাখার জন্য কৃষকদের পরামর্শ দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রঞ্জিত দাস এই গ্রামীণ কৃষক জ্ঞানার্জন কেন্দ্রটি কৃষকদের খুবই উপকারে আসবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মন্টি দেবনাথ রুদ্রপাল। স্বাগত বক্তব্য রাখেন উদ্যানপালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া।
অনুষ্ঠানে ২১০ জন কৃষকের হাতে স্প্রে মেশিন, ১৬ জনকে হর্টি টুলস এবং দেববাড়ি গ্রাম পঞ্চায়েতের জয়রাম স্বসহায়ক গোষ্ঠীর সদস্যদের হাতে ফার্ম মেশিনারি ব্যাঙ্কের অন্তর্গত বিভিন্ন কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা ও অমরপুর বিএসির চেয়ারম্যান রবিত্র জমাতিয়া উপস্থিত ছিলেন।