বক্সনগর, ৪ মার্চ।। অবৈধ অনুপ্রবেশকারী এগারো বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে সিপাহীজলা জেলার কলমচৌড়া থানার পুলিশ। কলমচৌড়া থানাধীন রহিমপুর পঞ্চায়েত এলাকার জনৈক ফুল মিয়ার বাড়িতে থেকে দীর্ঘ প্রায় তিন-চার মাস যাবত সীমান্ত ঘেষা বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করে চলছে তারা। গাঁজা বাগান, রাজমিস্ত্রী ইত্যাদি কাজ করতেন বলে খবর।
জানা গিয়েছে, সীমান্তের কাঁটাতারের বেড়ার ফাঁকা দিয়ে অবৈধভাবে তারা ভারতে অনুপ্রবেশ করেছে। রহিমপুর এলাকার ফুল মিয়ার বাড়িতে তারা দলবদ্ধ ভাবে থাকলেও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এমনকি প্রশাসনের গোয়েন্দা বিভাগ সেই বিষয়ে সম্পূর্ণ বেখবর থেকে যায়। অবশেষে স্থানীয় কলমচৌড়া থানায় গোপন খবর আসলে থানার ওসি প্রশান্ত কুমার দে’র নেতৃত্বে সাব ইন্সপেক্টর সুপ্রতিম দে ও অসীম দাস সহ বিশাল পুলিশ টিএসআর গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে এবং এই বিষয়ে প্রশাসনের তরফে মামলা নিয়ে সোমবার দুপুরে মেডিক্যাল পরিক্ষা শেষে সোনামুড়া কোর্টে তোলা হয়।
তবে এই বিষয়ে মামলার তদন্তকারী অফিসার শান্তি ত্রিপুরার সাথে কথা বললে তিনি জানান, সোমবার রাত্র ২:৩০ মিনিট থেকে ভোর ৫:৩০ মিনিট পর্যন্ত টানা প্রায় তিন ঘন্টা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তবে অভিযান কালে বাড়ির মালিক ফুল মিয়া পালিয়ে যায়। অনুপ্রবেশকারীরা হল, পারভেজ মিয়া (২৪), মহম্মদ কাউসার (২৩), মহম্মদ নায়িম (২৫), মহম্মদ নূর মিয়া (৪২), মহম্মদ পলাশ মিয়া (২৩), মহম্মদ রেজাউল (২৪), জসীম শাহ (২৫), মহম্মদ সিহাব (১৮), মহম্মদ নবাব সিরাজ উদদৌলা (১৮), মহম্মদ রিয়াজ উদ্দিন (২০) এবং সুমন (২৪)।