ত্রিপুরার আঞ্চলিক রাজনৈতিক দল আইপিএফটির ১৬তম প্রতিষ্ঠা দিবস পালন করল নেতা কর্মীরা

গন্ডাছড়া, ৪ মার্চ।। ত্রিপুরার জনজাতি ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল আইপিএফটির ১৬তম প্রতিষ্ঠা দিবস সোমবার পালন করা হয় রাজ্যের বিভিন্ন জায়গায়। এদিন দলের প্রতিষ্ঠাতা তথা প্রয়াত প্রাক্তন মন্ত্রী নগেন্দ্র চন্দ্র দেববর্মার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কর্মী সমর্থক এবং নেতৃত্বরা।

বলা জেলার গন্ডাছড়ায় দলটির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। নেতৃত্বরা জানান প্রয়াত নেতৃত্ব নগেন্দ্র চন্দ্র দেববর্মার নেতৃত্বে রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল আইপিএফটি নামক রাজনৈতিক দল। আজ ষোলো বছর পূর্ণ হয়েছে। আইপিএফটি দলের ধলাই জেলা কমিটির উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিপুল উৎসাহ ছিল কর্মী সমর্থক সহ নেতৃত্বদের মধ্যে।

সোমবার বেলা একটায় সংশ্লিষ্ট দলের কর্মী সমর্থকদের একটি রেলী গন্ডাছড়া মহকুমার নারায়ণপুর চৌমুহনি থেকে বের হয়ে মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা শেষে গন্ডাছড়া বাজারের সভাস্থলে পৌছায়। সভায় উপস্থিত ছিলেন দলের সভাপতি প্রেমসাধন ত্রিপুরা, চরণবাসী ত্রিপুরা, উত্তমজয় ত্রিপুরা, অমিত দেববর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে আইপিএফটি দলের প্রতিষ্ঠাতা নগেন্দ্র চন্দ্র দেববর্মার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান কর্মী সমর্থকরা। পালন করা হয় এক মিনিট নীরবতা। দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন দলের জেলা নেতৃত্ব অমিত দেববর্মা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *