আগরতলায় ‘নারী শক্তি বন্দন ম্যারাথন : রান ফর নেশন, রান ফর মোদি’ নামে একটি ম্যারাথন অনুষ্ঠিত

আগরতলা, ৪ মার্চ।। নয় বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নারী ক্ষমতায়নের উপর বিশেষ জোর দিয়েছেন এবং আজ দেশের উন্নয়ন যাত্রায় নারীরা এগিয়ে রয়েছেন। নারী শক্তিকে স্বীকৃতি দিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চা সোমবার রাজধানী আগরতলায় ‘নারী শক্তি বন্দন ম্যারাথন : রান ফর নেশন, রান ফর মোদি’ নামে একটি ম্যারাথনের আয়োজন করেছে।

দলের মহিলা নেত্রীরা ছাড়াও দলের সিনিয়র নেতারা যেমন প্রাক্তন মন্ত্রী ভগবান দাস, পর নিগমের মেয়র দীপক মজুমদার, জিমন্যাস্ট দীপা কর্মকার, শিশু দাবাড়ু আরশিয়া দাস সহ অন্যরা রবীন্দ্র সাতবর্ষশিকী ভবনের সামনে থেকে শুরু হওয়া ম্যারাথনে অংশ নেন এবং বেশ কয়েকটি পথ অতিক্রম করেন।

সাংবাদিকদের সাথে কথা বলার সময়, মহিলা নেত্রী পাপিয়া দত্ত বলেন, “এটি একটি ঐতিহাসিক ম্যারাথন এবং সমগ্র জাতির সাথে ত্রিপুরা বিজেপিও এটির আয়োজন করছে। ম্যারাথন থেকে আমরা রাজ্য জুড়ে মহিলাদেরকে জানাতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহিলাদের সামগ্রিক উন্নয়ন, তাদের নিরাপত্তা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতায়নের জন্য কী পদক্ষেপ নিয়েছেন”।

তিনি আরও বলেন, এই ম্যারাথন থেকে আমরা এটাও নিশ্চিত করব যে নরেন্দ্র মোদি উন্নয়নের গতি ধরে রাখার জন্য আরও একটি মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হবেন। নেতৃবৃন্দ ২০১৪ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। যার মধ্যে রয়েছে মেয়েদের শিক্ষার প্রচার, বিভিন্ন প্রকল্প এবং স্বনির্ভর হওয়ার জন্য ঋণের ব্যবস্থা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *