বিলোনিয়া, ৪ মার্চ।। দক্ষিণ ত্রিপুরা জেলা শ্রম দপ্তরের উদ্যোগে জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালন করা হয় বিলোনিয়া মহকুমার মোহন গিরি ইন্ডাস্ট্রিতে। সোমবার দুপুর বারোটা নাগাদ প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে ৫৩ তম জাতীয় নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিরা আলোচনা রাখতে গিয়ে বলেন যে যাই কাজ করছেন সে কাজের নীরিখে তার রোগ হতেই পারে সে জন্য নিজের সতর্কতা বজায় রাখা দরকার। পরিশ্রম করে নিজের সংসার প্রতিপালন করার জন্য এর সাথে সাথে নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য, নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য ডাক্তারের পরামর্শ মেনে চলা প্রয়োজন। পাশাপাশি নিজের এবং নিজের পরিবারের কথা ভেবে সুন্দর ভাবে পরিচালনার করা এবং কাজের সময় মাস্ক ব্যাবহার করা, হেলমেট ব্যাবহার করার কথা বলেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস, চিকিৎসক অলক রায়, জেলা শ্রম দপ্তরের আধিকারিক রবীন্দ্র সরকার সহ অন্যন্যরা।