ধর্মনগর, ১ মার্চ।। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের উন্নয়নের প্রশ্ণে ডিডব্লিওএস দপ্তরের আধিকারীকের বদলীর তিব্র প্রতিবাদ জানালেন স্থানীয় জনগণ৷ শুক্রবার শহরের বিভিন্ন এলাকার মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন৷ তাদের দাবী এসডিও সোহেল আহমেদকে বদলী করা যাবে না৷ জনগণের অভিযোগ একাংশ আধিকারীক ষড়যন্ত্র করে সোহেল আহমেদকে ধর্মনগর থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছেন৷
শুক্রবার স্থানীয় জনগণ বিক্ষোভ প্রদর্শন করেন ধর্মনগর শহরে৷
স্থানীয়দের বক্তব্য দীর্ঘ ২৫ বছরে ধর্মনগর শহরের এবং শহরতলীর বিভিন্ন এলাকার কোন উন্নয়নই হয়নি৷ পানীয় জল, রাস্তাঘাট সহ নানা সমস্যায় জর্জরিত ছিল অসীত সরণি, কাঁঠালটিলা, মালাকার পাড়া সহ বিভিন্ন এলাকা৷ বর্তমান বিজেপি সরকার আসার পর চেষ্টা চালিয়ে যাচ্ছে ধর্মনগর শহরের উন্নয়নের৷ ডিডব্লিওএস দপ্তরের এসডিও সোহেল আহমেদ অত্যন্ত তৎপরতার সাথে ওইসব এলাকার দীর্ঘদিনের সমস্যার সমাধানের চেষ্টা করেছেন৷ কিছু কিছু সমস্যার সমাধানও করেছেন৷
অত্যন্ত সক্রিয় এই আধিকারীককে আগরতলায় বসে কিছু আধিকারীক যারা বামফ্রন্টের দালালী করছেন তারাই নাকি ধর্মনগরের ডিডব্লিওএস দপ্তরের এসডিওকে বদলী করে ধর্মনগর শহরের উন্নয়নকে বিঘ্নিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এই ধরনের ষড়যন্ত্র সহ্য করা হবে না৷ কোনভাবেই এসডিও সোহেল আহমেদকে বদলী করা যাবে না বলে দাবী জানান স্থানীয় জনগণ৷ পরে বিষয়টি দেখা হবে বলে উর্ধতন আধিকারীকরা আশ্বাস দিলে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে৷