কুড়ি দফা দাবি আদায়ে ভারতীয় মজদুর সংঘ দক্ষিণ জেলা কমিটির ডেপুটেশন জেলা শাসকের কাছে

বিলোনিয়া, ২৯ ফেব্রুয়ারী।। ভারতীয় মজদুর সংঘ দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে ২০ দফা দাবি সনদ জেলা শাসকের হাত দিয়ে মূখ্যমন্ত্রীর নিকট পেশ করে। দাবি সনদ পেশ করার আগে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ ভারতীয় মজদুর সংঘ দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে এক মিছিল সংগঠিত করে। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দক্ষিণ জেলা জেলাশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল ডেপুটেশনের লিখিত আকারে স্মারক লিপি তুলে দেন, জেলাশাসকের পক্ষে স্মারক লিপি গ্রহণ করে ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিষ্ট্রেট এস কারজন হালাম।

স্মরক লিপিতে উল্লেখিত দাবিগুলো হল ত্রিপুরা রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত সরকারি কর্মচারীদের বকেয়া ২৬ শতাংশ ডিএ অবিলম্বে প্রদান করা, ডাই- ইন হারনেস চাকুরির ক্ষেত্রে পঞ্চাশ বৎসরের উর্ধ্বে কোন কর্মচারীর মৃত্যু হলে পূর্বের নিয়মে সেই মৃত কর্মচারীর পরিবারের কোন যোগ্য প্রার্থীকে সরকারি চাকুরির সুযোগ প্রদান করা, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সাম্মানিক ভাতা ও অবসরকালিন ভাতা বৃদ্বি করা, রাজ্যের পরিবহণ শ্রমিক কল্যান বোর্ড গঠন করা, চা শ্রমিকদের নূন্যতম মুজুরী ৪৫০ টাকা করা,পরিবহণ সেক্টরে যানবাহনের বীমা ৫০ শতাংশ হ্রাস করা। এই দাবিগুলো সহ আরো অন্যান্য দাবি নিয়ে মোট ২০ দফা দাবির সনদ পেশ করে। ভারতীয় মজদুর সংঘের আয়োজিত ডেপুটেশনে প্রতিনিধি দলে ছিলেন ভারতীয় মজদুর সংঘের দক্ষিণ জেলা কমিটির সভাপতি মানিক লাল পাল, বাপি দাস, দ্বিগ্বিজয় ভাওয়াল (প্রভারি), ভারতীয় মজদুর সংঘের রাজ্য কমিটির সদস্য শিবতোষ মজুমদার প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *