আমবাসা, ২৯ ফেব্রুয়ারী।। বৃহস্পতিবার ধলাই জেলার আমবাসা ব্লকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করতে আসে মহারাষ্ট্র থেকে পঞ্চায়েত স্তরের নির্বাচিত জনপ্রতিনিধি সহ বিভিন্ন আধিকারিকরা। ৪০ জনের এই প্রতিনিধি দলটি প্রথমেই আসেন আমবাসা সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে।
সেখানে তাদের স্বাগত জানায় আমবাসা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অরুণ দেব, আমবাসা সমষ্টি উন্নয়ন আধিকারিক মুনমুন দেববর্মা সহ অন্যান্যরা। ব্লকের কনফারেন্স হলে আগত প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মত বিনিময় সভায় ব্লক আধিকারিক মুনমুন দেববর্মা সরকারি উন্নয়নমূলক কাজের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
পরে প্রতিনিধি দলটি আমবাসা ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। ব্লক আধিকারিক মুনমুন দেববর্মা প্রতিনিধি দলটিকে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করান। প্রতিনিধি দলটি কুলাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুভদ্রা শিশু বিহারে গিয়ে সেখানে অনুষ্ঠিত একটি অন্নপ্রাশন অনুষ্ঠানে যোগদান করে।প্রতিনিধি দলের সদস্য সদস্যরা ছোট শিশুদের মুখে অন্ন তুলে দেয়। সেখান থেকে তারা যায় উত্তর নালিছড়া এলাকায়। সেখানে পঞ্চায়েত সহ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরপ্রাপক সুবিধাভোগীদের ঘর পরিদর্শন করে।
এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলের এক সদস্য জানান এখানে এসে তারা ভীষণভাবে আপ্লুত। সরকারি কাজের বাস্তবায়ন নিয়ে তারা খুবই খুশি। বিশেষ করে পিঙ্ক টয়লেট নিয়ে তারা অত্যন্ত খুশি। তারা বলেন উনাদের রাজ্যে গিয়ে এই পিঙ্ক টয়লেট বাস্তবেন করার উদ্যোগ গ্রহণ করবে। তারা আশা রাখেন আগামীদিনে এই জেলা আরো উন্নত জেলায় অগ্রসর হবে। প্রতিনিধি দলটি এখানকার পঞ্চায়েত থেকে একটি প্রতিনিধি দল তাদের রাজ্যের বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজ পরিদর্শন করার জন্য আমন্ত্রণ জানান।