পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবীতে করবুকে অবরোধ আন্দোলন ক্ষুব্ধ এলাকাবাসীর

যতনবাড়ি, ২৬ ফেব্রুয়ারী।। পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবীতে অবরোধ আন্দোলনে সামিল হলেন ক্ষুব্ধ জনগণ৷ ঘটনা করবুক ব্লকের অধীন পোয়াংবাড়ি এডিসি ভিলেজের বটতলা এলাকায়৷ দীর্ঘ পাঁচ ঘন্টা যাবত চলে পথ অবরোধ৷ পুলিশ ও প্রশাসনের আধিকারীকরা গিয়ে দীর্ঘ আলোচনার পর আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছে৷

আন্দোলনকারীদের অভিযোগ এক বছর আগে ওই এলাকায় পথ অবরোধ করা হয়েছিল পানীয় জল এবং রাস্তা সংস্কারের দাবীতে৷ তখন প্রশাসনের আধিকারীকরা গিয়ে আশ্বাস দিয়েছিলেন দ্রুত রাস্তা সংস্কার এবং পানীয় জলের সমস্যা সমাধান করা হবে৷ কিন্তু, এক বছর পরও কোন কিছুই নজরে আসছে না৷ তাই বাধ্য হয়ে সোমবার পোয়াংবাড়ি এডিসি ভিলেজের জনগণ একত্রিত হয়ে যতনবাড়ি-চেলাগাং সড়ক অবরোধ করেন৷ তাদের দাবি যদি পানীয় জল ও রাস্তা সংস্কারের উদ্যোগ দ্রুত গ্রহণ না করা হয় তাহলে আগামীদিনে আশেপাশের আরও চার পাঁচটি গ্রামের মানুষ একত্রিত হয়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷

এদিকে, এদিন পথ অবরোধের ফলে ওই সড়কের উভয় দিকে প্রচুর সংখ্যায় যানবাহন আটকা পড়ে যায়৷ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়৷ খবর পেয়ে সেখানে প্রথমে যায় পুলিশ৷ অবরোধাকারীদের সাথে আলোচনা করে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানানো হয়৷ কিন্তু, কোন কাজ হয়নি৷ প্রায় পাঁচ ঘন্টা পর মহকুমা প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেয়া হয়েছে যে দ্রুত পানীয় জল ও রাস্তার সমস্যা নিরসন করা হবে৷ এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করা হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *