খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে শিক্ষা ভবন, স্বস্তিতে টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা

আগরতলা, ২৬ ফেব্রুয়ারী।। আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা৷ বহুদিন ধরে চলা অনিশ্চয়তার মাঝে কিছুটা হলেও আশার আলো দেখতে পেলেন চাকরী প্রত্যাশীরা৷ খুব শীঘ্রই টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের নিয়োগের প্রক্রিয়া শুরু হবে৷ প্রস্তুতি চলছে৷ সোমবার চাকরি প্রত্যাশী টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরাই এই সংবাদ জানিয়েছেন৷

জানা গিয়েছে সোমবার ২০২২ সালের টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের একাংশ পুনরায় শিক্ষাভবনে টিআরবিটির সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন৷ তারা জানিয়েছেন এদিন টিআরবিটির পরীক্ষা নিয়ামক এর সাথে তাদের কথা হয়েছে৷ শিক্ষা নিয়ামক জানিয়েছেন তাদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হবে৷ সমস্ত আইনী জটিলতা কেটে গিয়েছে৷ ফাইল চালাচালি হচ্ছে৷ সুপ্রিম কোর্টে একটি রায়ের পরিপ্রেক্ষিতে নতুন করে নিয়োগ নীতি প্রণয়ন করার আবশ্যকিতা দেখা দিয়েছে৷

তাই এই প্রক্রিয়া এতদিন বিলম্বিত হয়েছে৷ এখন নাকি প্রক্রিয়া দ্রুত শুরু হয়ে যাবে৷ চাকরি প্রত্যাশী বেকার যুবক যুবতীরা শিক্ষ দপ্তরের অধিকর্তার সাথেও দেখা করেছেন৷ তিনিও আশার আলো দেখিয়েছেন৷ খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে৷ আধিকারিকদের কাছ থেকে এই আশ্বাস পেয়ে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ২০২২ সালের টেট উত্তীর্ণ ৩৬১ জন বেকার যুবক যুবতী৷ তাদের বিশ্বাস লোকসভা নির্বাচনের আগেই তারা নিয়োগ পেতে পারেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *