বিভিন্ন দবিতে সিআইটিইউর উদ্যোগে বিলোনিয়ায় দুই ঘন্টার গণঅবস্থান অনুষ্ঠিত

বিলোনিয়া, ২৬ ফেব্রুয়ারী।। দুই ঘন্টার গণঅবস্থান সংগঠিত করল সি আই টি ইউ বিলোনিয়া মহাকুমা কমিটি । সোমবার দুপুর বারোটা নাগাদ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া এক নং টিলায় এই গণ অবস্থান সংগঠিত হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবাবিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী ভয়াবহ বেকারি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংবিধান ও গণতন্ত্র রক্ষায়, রেগা ও টুয়েপে-এর কাজ ও বকেয়া প্রদানের দাবি সহ আরো অন্যান্য দাবিতে এই গন অবস্থান সংগঠিত করা হয়েছে।

শ্রমিক নেতা ত্রিলোকেশ সিনহা ও গণ আন্দোলনের নেতা অরুপ মজুমদারের সভাপতিত্বে শুরু হয় গণ অবস্থান কর্মসূচি। বক্তব্য রাখতে দিয়ে নেতৃত্বরা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন এদিনের আয়োজিত গণঅবস্থানে উপস্থিত নেতৃত্বরা।

সিআইটিইউ আয়োজিত গণঅবস্থানে ছিলেন সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, সিপিআইএম বিলোনীয়া মহকুমা সম্পাদক তাপস দও, বিধায়ক দীপংকর সেন ও অশোক মিত্র, কৃষক সভার মহকুমা সম্পাদক বাবুল দেবনাথ,নারী নেত্রী খুকু ঘোষ, জোৎস্না দাস, ছাত্র যুব নেতৃত্ব মধুসূদন দত্ত, গৌতম সেন, সুকান্ত মজুমদার সহ বিভিন্ন গনসংগঠনের নেতা কর্মী সমর্থকরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *