আমবাসা, ২৫ ফেব্রুয়ারী।। ত্রিপুরার ধলাই জেলা হাসপাতালে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনের অন্তর্গত ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরির উদ্বোধন হল রবিবার। সকলের জন্য স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকারের নির্দেশনায় জনগণের হাতের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে নিরলস ভাবে রাজ্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণের কাছে সহজলভ্য এবং উন্নত মান সম্পন্ন স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে জেলাগুলিতে অত্যাধুনিক পরীক্ষাগারে বিনামূল্যের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এখন থেকে করা যাবে।
রবিবার বিকেলে ধলাই জেলা হাসপাতালে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালী উদ্বোধন করেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোপাল সূত্রধর, আমবাসা বি এস সি চেয়ারম্যান পরিমল দেববর্মা সহ অন্যান্য।
এই ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরির মাধ্যমে এখন থেকে দ্রুত পরীক্ষা করে রোগ সনাক্তকরণ করে মোকাবেলা করার ব্যবস্থাপনা করা হবে। এর ফলে জেলা পর্যায়ে রোগ নির্ণয় এবং চিকিৎসার উন্নতি সাধন করা হবে। প্রাথমিকভাবে বিভিন্ন পরীক্ষাগারকে এক ছাদের নিচে নিয়ে আসা হয়। ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরীতে প্রায় ১৪৭ টি পরীক্ষা হবে। সম্পূর্ণ কাজের সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য মাইক্রোবায়োলজিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং ল্যাবরেটরি আটেনডেন্ট থাকবেন। রাজ্য সরকার প্রতিটি জেলায় এ ধরনের ল্যাবরেটরি স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছে।