ওনএনজিসির খনন কাজে ব্যবহৃত বোমা বিস্ফোরণে বিশ্রামগঞ্জে বহু বাড়ির ঘরের দেওয়ালে ফাঁটল

বিশালগড়, ২২ ফেব্রুয়ারী।। ওএনজিসির খনন কাজে ব্যবহৃত বিস্ফোরণের ফলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২৫টি পরিবার৷ ওই পরিবারগুলির মাটির ঘরের দেয়ালে ফাঁটল ধরে গিয়েছে৷ এমনকি পাকা দেওয়ালেও ফাঁটল৷ ঘটনা সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের বড়জলা এলাকায়৷ স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ওএনজিসি কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবী করেছে৷

জানা গিয়েছে বড়জলা এলাকায় ওনএনজিসি কর্তৃপক্ষ খনন কাজে বোমা বিস্ফোরণ ঘটনায় গত কদিন ধরেই চলছে এই কাজ৷ এলাকার লোকজন বারবার আপত্তি জানিয়ে আসছিল যাতে বিস্ফোরণ না করা হয়৷ ঘরগুলি আরও বেশী ফেঁটে যেতে পারে৷ কিন্তু, ওএনজিসি কর্তৃপক্ষ কর্নপাত করেনি৷ বৃহস্পতিবার এলাকার লোকজন একজোট হয়ে ওএনজিসি কর্মকর্তাদের বাধা দেয়৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দাবী আগে ক্ষতিপূরণ দেয়া হোক তারপর বিস্ফোরণ ঘটিয়ে খনন কাজ করা হোক৷ যেভাবে ঘরগুলির দেওয়াল ফেটে গিয়েছে তাতে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *