ধর্মনগরে বেপরোয়া বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই যুবক

ধর্মনগর, ২২ ফেব্রুয়ারী।। বুধবার গভীর রাতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের কৃষ্ণপুর এলাকায় দূর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুইজনকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, ধর্মনগর ফায়ার ব্রিগেড রাত সাড়ে ১২টার দিকে দূর্ঘটনার খবর পায়। অগ্নিনির্বাপক কর্মীরা ছুটে এসে উদ্ধার করে পরে হাসপাতালে নিয়ে যায়। টিআর-০৫ই- ৮০৯৮ নম্বরের একটি বাইক সহ রাস্তার পাশে দুইজন আহত ব্যক্তিকে পাওয়া গেছে বলে জানিয়েছেন উদ্ধারের জন্য আসা একজন দমকলকর্মী। আহতরা হলেন চামটিলার বাসিন্দা সৌরভ নাথ (১৮) এবং দেওছড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অভিজিৎ দেবনাথ (২২)৷ ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় পড়ে বাইকটি। পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *