বাগমায় বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে পুলিশ সাব-ইন্সপেক্টর সহ গুরুতর আহত দুই

উদয়পুর, ৭ ফেব্রুয়ারী।। গোমতী জেলার উদয়পুরের রাজনগরে বাইক ও জলের ট্যাঙ্কারের সংঘর্ষের ঘটনায় মা, ছেলে ও দিদার মূত্যুর শোক কাটতে না কাটতেই বুধবার আবারও বাইক এবং স্কুটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা বাগমা এলাকায়।

বাগমা ফাড়ির ওসি জানান হরি কুমার জমাতিয়া পুলিশের সাব ইন্সপেক্টর। বর্তমানে ট্রাফিক ইউনিটে কর্মরত। বুধবার ডিউটি শেষ করে বাগমা খামারবাড়িতে যাচ্ছিলেন নিজের বাইকে করে হরি কুমার জমাতিয়া। বয়স আটচল্লিশ। অপরদিক আগরতলা থেকে স্কুটি চালিয়ে উপশনা জমাতিয়া নামে এক ব্যক্তি যাচ্ছিলেন। বাড়ি অমরপুরে। বাগমা আসা মাএ মুখোমুখি সংঘর্ষ হয় বাইক ও স্কুটির।

দুইজনে রাস্তায় ছিটকে পড়েন। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে।খবর পেয়ে উদয়পুর থেকে অগ্নিনির্বাপক বাহিনী ঘটনাস্থলে গিয়ে দুইজনকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে উপশনা জমাতিয়ার অবস্থা সংকটজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং বাইক ও স্কুটি আটক করে বাগমা ফাঁড়িতে নিয়ে আসে। পুলিশ একটি মামলা নিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *