একাধিক চুরির সাথে জড়িত থাকায় এক যুবককে গ্রেফতার করল বিলোনিয়া থানার পুলিশ

বিলোনিয়া, ২৮ জানুয়ারি।। পুলিশের জালে ধরা পড়ল চুরির ঘটনায় জড়িত এক যুবক। ধৃত যুবকের নাম সায়ন্তন দত্ত। বাড়ি দক্ষিণ ত্রিপুরা জেলার আমলা পাড়া এলাকায়। শনিবার রাতে বিলোনিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে আমলা পাড়া নিজ বাড়ি থেকে গ্ৰেপ্তার করে সায়ন্তনকে। তার বাড়ি থেকে উদ্ধার হয় চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী।

গত ১৩ই জানুয়ারি ভোর রাতে বিলোনিয়া কালিনগর পিতাস কালী বাড়ি সংলগ্ন অঙ্গনওয়াড়ী কেন্দ্রে চুরির ঘটনা ঘটে। এই অঙ্গনওয়াড়ী কেন্দ্রের দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে চোরেরা গ্যাস সিলেন্ডার সহ চুল্লি নিয়ে পালিয়ে যায়। ১৪ ই জানুয়ারি সকালে অঙ্গনওয়াড়ী কেন্দ্রের দায়িত্বে থাকা দিদিমনি সহ সহায়িকা আসার পর চুরির ঘটনা প্রত্যক্ষ করে। খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ চুরির মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করে। এই তদন্তক্রমে অঙ্গনওয়াড়ী কেন্দ্রের চুরি সামগ্ৰী গ্যাস সিলেন্ডার ও চুল্লি উদ্ধার সহ পুলিশ সায়ন্তন দত্তকে গ্ৰেপ্তার করে নিয়ে আসে বিলোনিয়া থানাতে।

এদিকে চুরির ঘটনার অভিযুক্ত সায়ন্তন দত্ত নিজেকে বেশ সাফাই দিয়ে বলেন, সে চুরি করেনি। ঝুটন নামে এক যুবক তাকে বলেছে এই সামগ্ৰীগুলো পৌঁছে দেওয়ার জন্য। এছাড়া সায়ন্তন দত্ত নিজেই স্বীকারোক্তি দিয়েছে সে নেশার সাথে যুক্ত। পুলিশের প্রাথমিক ধারণা বিলোনিয়া আদালতে যদি পুলিশ রিমান্ড মঞ্জুর করে তাহলে বিলোনিয়া শহরজুড়ে যেসব চুরির ঘটনা সংঘটিত হয়েছে সেই সব তথ্য তার কাছ থেকে পাওয়া যাবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *