সাংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বিলোনিয়ায় বৈঠক করলেন কংগ্রেস নেতৃত্বরা

বিলোনিয়া, ১৯ জানুয়ারি।। দক্ষিণ জেলায় কংগ্রেসকে উজ্জীবিত করে দলকে সাংগঠনিক দিক দিয়ে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা কংগ্রেসের উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয় বিলোনিয়া কংগ্রেস ভবনে।দলের প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক মিলন কর, প্রদেশ নেতা মনীন্দ্র রিয়াং, সহ-সভাপতি ভোলানাথ ধর ও দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি সহ অন্যান্য নেতৃত্বদের উপস্থিতিতে হয় বৈঠক।

জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই দিনের বৈঠক হয় প্রতিটি ব্লকের কংগ্রেস কমিটির সভাপতি সহ অন্যান্য নেতৃত্বদের নিয়ে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পালা। এরমধ্যে শাসক বিজেপি দল দেওয়াল লিখন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে ঘাটে নামলেও দক্ষিণ জেলার কংগ্রেস এখনো সেই রকম পালা করে মাঠে নামেনি। তাই সংগঠনকে শক্তিশালী করে সাজিয়ে তুলতে দক্ষিণের কংগ্রেস নেতৃত্বরা তৎপর হয়েছেন ও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *