মধ্য কৃষ্ণপুরে বন্য হাতির তান্ডব, ঘরবাঠি তছনছ, অল্পতে প্রাণ রক্ষা পেল পরিবারের লোকজন

তেলিয়ামুড়া, ১৭ জানুয়ারি।। বন্য হাতির তান্ডবে অতিষ্ঠ খোয়াই জেলার তেলিয়ামুড়ার মধ্য কৃষ্ণপুর এলাকার জনগণ৷ মঙ্গলবার রাতেও বন্য হাতি তান্ডব চালায় একটি বাড়িতে৷ মাটির দেওয়ালের ঘর ভেঙ্গে তছনছ করে দিয়ে যায় হাতি৷ সাথে খেয়ে যায় দুই বস্তা ধান৷ অল্পতে প্রাণ রক্ষা পায় পরিবারের লোকজনের৷

জানা গিয়েছে, মধ্য কৃষ্ণপুর এলাকার এক বাড়িত গভীর রাতে বন্য হাতি তান্ডব চালায়৷ ঘরের মাটির দেওয়াল ভেঙ্গে ফেলে৷ হাতির আক্রমণ আন্দাজ করতে পেরে পরিবারের লোকজন ঘরের ভিতরেই ঝুকি নিয়ে খাটের নিচে আত্মরক্ষা করেন৷ দীর্ঘ সময় হাতি তান্ডব চালিয়ে চলে যাওয়ার পর বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা৷ চিৎকার চেচামেচি করলে আশেপাশের লোকজন বেরিয়ে আসে৷ বুধবার সকালে বন দপ্তরকে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিয়েছে৷

প্রসঙ্গত, কিছুদিন অন্তর অন্তর হাতির দল পাহাড় থেকে সমতলে নেমে আসে খাদ্যের সন্ধানে৷ পাহাড়ে খাদ্যের সংকট দেখা দিলেই হাতির দল সমতলে আসে৷ বছরের পর বছর হাতির আক্রমণে আতঙ্কে রাত কাটান তেলিয়ামুড়া মহকুমার বিস্তীর্ণ এলাকার জন্য৷ বন দপ্তরের তরফ থেকে বিভিন্ন সময়ে নানা ধরনের সিদ্ধান্ত নেয়া হয়৷ কিন্তু বন দপ্তর কেবলই অশ্বডিম্ব প্রসব করে চলেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *