উদয়পুর, ১৭ জানুয়ারি।। দীর্ঘ দিন ধরে গোমতী জেলার উদয়পুরের বনদোয়ার এলাকায় বহিরাগত কিছু যুবক নেশা শ্রামগী বিক্রি করে আসছিল। এলাকাবাসী যুবকদের জালে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অবশেষে মঙ্গলবার রাতে বেশকিছু যুবক নেশা সামগ্রী বিক্রি করার জন্য উদয়পুর বনদুয়ার এলাকায় প্রবেশ করে। এলাকাবাসী এখবর পেয়ে রাধাকিশোরপুর থানায় পুলিশকে খবর দেয।
রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাশ পুলিশ নিয়ে ঘটনা স্থলে ছুটে যায়। পুলিশ পাঁচ নেশা বিক্রেতাকে আটক করতে সক্ষম হয়।
বুধবার উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা ঘটনা সম্পর্কে বলতে গিয়ে জানান, মোট ছয়জন নেশা কারবারি ছিল। পাঁচ জনকে পুলিশ জালে তুলতে পারলেও এক জন পালিয়ে যায়।
পুলিশ যে পাঁচজনকে গ্ৰেপ্তার করতে সক্ষম হয়েছে তারা হল আব্দুল হুসেন, বাড়ি- বিশালগড়, আব্দুল রেজাক, বাড়ি- বিশালগড়, দুলাল মিয়া, বাড়ি – পশ্চিম রাজনগর, জামাল হোসেন, বাড়ি – বিশালগড়ের রাউৎখলা এবং লোকমান হোসেন, বাড়ি- উদয়পুরের খিলপাড়া এলাকার। পুলিশ তাদের কাছে ২৭৫ কৌটা হেরোইন পেয়েছে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক। তাদের বিরুদ্ধে এন ডি পি এস এক্টে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে পুলিশ একটি গাড়ি, পাঁচটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে।