স্টাফ রিপোর্টার, আমবাসা, ১১ মার্চ।। শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করতে শিক্ষক শিক্ষিকাদের অগ্রণী ভূমিকা নিতে হবে। পরিবর্তিত সময়ের সাথে সামজ্ঞস্য রেখে শিক্ষা ব্যবস্থার অত্যাধুনিকীকরণে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে রাজ্য সরকার।
আজ গঙ্গানগরে কবিগুরু উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ৫০ শয্যা বিশিষ্ট জনজাতি ছাত্রাবাসের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় ও শিক্ষাক্ষেত্রে সরকার দ্বারা গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী জনজাতি ছাত্রাবাসের বিভিন্ন কক্ষও পরিদর্শন করেন। জনজাতি ছাত্রাবাসটি ধলাই জেলার সরমায় নির্মিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পঞ্চায়েতস্তর পর্যন্ত নাগরিক পরিষেবা প্রদানে স্বচ্ছতা ও অগ্রগতির লক্ষ্যে প্রাধান্যের ভিত্তিতে কাজ করছে সরকার। এক্ষেত্রে আরও অগ্রগতির লক্ষ্যে ৪০০ জন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বচ্ছতাকে প্রাধান্য দিয়ে টিপিএসসির মাধ্যমে এই পদগুলি পূরণ করা হবে।
তার পাশাপাশি গুণগত শিক্ষাকে প্রাধানা দিয়ে মিশন ১০০ বিদ্যাজ্যোতি প্রকল্প সফল বাস্তবায়নের লক্ষ্যে ২০০ জন স্পেশাল এডুকেটর নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পে ব্যয়িত হবে প্রায় ৫০০ কোটি টাকা। শিক্ষার সর্বাঙ্গীন বিকাশের পাশাপাশি জনজাতি অধ্যুষিত অঞ্চলে শিক্ষার সুযোগ সম্প্রসারণেও এসেছে অগ্রগতি। জাতীয়মানের প্রবেশিকা পরীক্ষার উপযোগী প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে। তার পাশাপাশি জনজাতি ছাত্রছাত্রীদের আবাসিক শিক্ষা প্রদানেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের স্বার্থে শিক্ষাক্ষেত্রের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তাদের মধ্যে সম্যক ধারণা তৈরির লক্ষ্যে শিক্ষক শিক্ষিকাদের বিশেষ ভূমিকা নিতে হবে। এক্ষেত্রে শ্রেণীকক্ষ বা প্রার্থনা সভায় আলোচনার মাধ্যমে সমসাময়িক এই ধরনের বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপ সম্পর্কে ছেলেমেয়েদের অবগত করতে শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
মুখ্যমন্ত্রী বলেন, যাদের জন্য এসব পরিকল্পনা নেওয়া হচ্ছে তারা যদি এই সম্পর্কে ওয়াকিবহাল না থাকেন তাহলে এর সফলতা আসবে না। এনসিইআরটি সিলেবাস, লক্ষ্য প্রকল্প সহ সমস্ত অংশের ছাত্রছাত্রীদের সহায়তাকল্পে বিভিন্ন পদক্ষেপ সফলভাবে রূপায়িত হচ্ছে।
ত্রিপুরায় স্থাপিত হতে চলা উত্তর পূর্বের প্রথম ফরেন্সিক সায়েন্স বিশ্ববিদ্যালয়ে রাজ্যের ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করার পাশাপাশি বহির্রাজ্যের ছেলেমেয়েরাও এখানে পড়ার সুযোগ পাবেন। শুধু তাই নয়, অপরাধ সংক্রান্ত বিভিন্ন গবেষণা বিষয়ক কারণেও রাজ্যের বাইরে থেকে অনেকেই ত্রিপুরামুখী হবেন।
মন্ত্রী মেবার এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের কুমার জমাতিয়া, সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা, এমডিসি ভূমিকানন্দ রিয়াৎ, ধলাই জেলার জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল প্রমুখ।