প্রত্যেকরায়ে পৌষ মেলা ও সংহতি উৎসবে খোলা হয়েছে বিভিন্ন দপ্তর থেকে প্রদর্শনী স্টল

ধর্মনগর, ১৬ জানুয়ারি।। ধর্মনগর মহকুমার কালাছড়া ব্লকের প্রত্যেকরায় গ্রাম পঞ্চায়েতে ৫দিনব্যাপী পৌষ মেলা ও সংহতি উৎসব গতকাল থেকে শুরু হয়েছে। প্রত্যেকরায় গ্রাম পঞ্চায়েতের বড় আখড়া প্রাঙ্গণের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে উৎসবের উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।

পৌষ মেলা ও সংহতি উৎসবের উদ্বোধন করে তিনি বলেন, প্রত্যেকরায়ের এই পৌষ মেলা রাজ্যের ঐতিহ্যবাহী মেলাগুলির মধ্যে অন্যতম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, বিধায়ক যাদবলাল নাথ, কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু শর্মা, গ্রাম পঞ্চায়েতের প্রধান সুধাংশু নাথ, জিলা পরিষদের সদস্য কাজল দাস, উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সদস্য গৌরমণি নম:। ৫দিনব্যাপী মেলা ও উৎসব উপলক্ষে বিভিন্ন দপ্তর থেকে প্রদর্শনী স্টল খোলা হয়েছে। মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *