বেতনের দাবীতে সরব হলেন আগরতলায় তিনটি শিশুগৃহে কর্মরত ত্রিশজন আয়াকে

আগরতলা, ১০ জানুয়ারি।। দশ মাস যাবত বেতন পাচ্ছেন না শিশু গৃহে কর্মরত ত্রিশজন আয়া৷ বেতন না পেয়ে পরিবার পরিজনদের নিয়ে চরম সমস্যায় রয়েছেন তাঁরা৷ মানবিকতার তাগিদে তাঁরা গত দশমাস যাবত শিশুদের রক্ষণাবেক্ষণ করে চলেছেন৷ আর পারছেন না তারা৷ তাই বাধ্য হয়ে তাঁদের ক্ষোভ অভিমান প্রকাশ্যে আনলেন৷

শুক্রবার আয়ারা শহরের মুখ্যমন্ত্রীর সরকারি আবাসের সামনে তাঁদের অভাব অভিযোগ সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন৷ তাঁদের দাবী অবিলম্বে বকেয়া দশ মাসের বেতন তাদেরকে দিয়ে দেয়া হোক৷ এদিকে, একটি সরকারি সূত্রে জানা গিয়েছে শহরের তিনটি শিশুগৃহে মোট ত্রিশজন সেবিকা তথা আয়া কর্মরত আছেন৷ প্রত্যেকে প্রতিমাসে সাত হাজার একশ পঞ্চাশ টাকা বেতন পান৷ দশমাস যাবত তাদের বেতন দেয়া সম্ভব হচ্ছে না৷ দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক জানিয়েছেন সমাজকল্যাণ দপ্তর, মুখ্যমন্ত্রীর দপ্তর এমনকি দিল্লীতে সমাদ কল্যাণ মন্ত্রক এবং প্রধানমন্ত্রীর দপ্তরের চিঠি দেয়া হয়েছে যে এই প্রজেক্টটি চালু রাখা হবে কি না৷ যদি চালু রাখা হয় তাহলে তাঁদের বেতন অবিলম্বে প্রদানের জন্য বরাদ্দ দেয়া হোক৷ এখনও পর্যন্ত কোথাও থেকে কোন ধরনের সাড়া পাওয়া যায়নি৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *