বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থ ৫০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭৫ লক্ষ টাকা করা হয়েছে

আগরতলা, ৫ জানুয়ারি।। বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থ ৫০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭৫ লক্ষ টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা শুক্রবার রাজ্য বিধানসভায় এই ঘোষণা দেন। তিনি সবাইকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে একজন বিধায়ক বর্তমানে ৫০ লক্ষ টাকা পর্যন্ত নিজ বিধানসভা এলাকায় ব্যয় করতে পারেন। বর্তমানে সেই হিসাবে এই প্রকল্পের জন্য ৩০ কোটি টাকা ব্যয় হচ্ছে।

কিন্তু এই অর্থের পরিমাণ বাড়ানোর জন্য অনেকেই দাবী জানিয়ে আসছিলেন। তাঁদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই প্রকল্পের অর্থ ৫০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭৫ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বিরোধী বেঞ্চের কয়েকজন বিধায়ক এই অর্থ এক কোটি টাকা করার জন্য দাবী জানিয়েছেন। তাছাড়া বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ প্রাপ্তি নিয়েও কিছু জটিলতার মুখোমুখি হতে হয় বলে অভিযোগ করেন।

বিধায়ক সুরজিত দত্ত এবং বিধায়ক শামসুল হকের মৃত্যুতে এদিন রাজ্য বিধানসভায় শোক জ্ঞাপন করা হয়েছে। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রয়াত দুই বিধায়কের স্মৃতিচারণ করে তাদের দীর্ঘ রাজনৈতিক এবং সামাজিক কর্মকান্ডের তথ্য তুলে ধরে শ্রদ্ধা জানান। তিনি প্রয়াত দুই বিধায়কের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। সব শেষে বিধানসভার সদস্যগণ দুই মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে প্রয়াত দুই বিধায়কের প্রতি শ্রদ্ধা জানান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *