দুষ্কৃতকারীদের হামলায় গুরুতর আহত দুই যুবক, পুলিশের ভূমিকায় অসন্তো

কুমারঘাট, ৫ জানুয়ারি।। ইংরেজি বছরের শেষ রাতে নেমন্তন্ন খেয়ে বাড়ী ফেরার পথে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত দুই যুবক। থানায় মামলা হলেও পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষ ব্যাক্ত করলেন আক্রান্ত যুবক সহ তাদের পরিবারের লোকজন। ঘটনা ধলাই জেলার নেপালটিলা এলাকায়।ঘটনার বিবরণ দিয়ে আক্রান্ত নেপোলিয়ান রিয়াং এবং চাঙমুইয়া ডার্লং অভিযোগ করেন গত ৩১শে ডিসেম্বর রাতে তারা তাদের এক আত্মীয়ের বাড়ী থেকে নেমনতন্ন খেয়ে ফেরার পথে রাতে নেপালটিলা অটোস্ট্যাণ্ড সংলগ্ন জায়গায় পথ আটকে তাদের উপর আক্রমণ করে কয়েকজন দুষ্কৃতি।

দুষ্কৃতিদের মারে আক্রান্তদের যেতে হয়েছে হাসপাতাল পর্যন্ত। কিন্তু কেন এই আক্রমণ তার কারণ জানেন না তারা। আক্রমনকারীদের মধ্যে একজন রাজ্য পুলিশে কর্মরত বলেও অভিযোগ আক্রান্তদের। এদের নামধাম দিয়ে আক্রান্তদের তরফে মামলা করা হয়েছে নেপালটিলা থানায়। মামলা হলেও এর তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আক্রান্তরা।

এদিকে ঘটনার সত্যতা তুলে ধরলেন ঐ রাতে ঘটনার সাক্ষী থাকা স্থানীয় এক মহিলা। তার দাবী আক্রমণের শিকার হয়ে প্রাণ বাঁচাতে আক্রান্তরা তার বাড়ীতে আশ্রয় নিলে সেই বাড়ীতে গিয়েও দুষ্কৃতিরা আক্রমণ চালায়। পরে সবার সংঘবদ্ধ প্রতিরোধে পিছু হটে আক্রমনকারীরা। এই মামলার অবস্থা সম্পর্কে নেপালটিলা থানায় জানতে চাওয়া হলে থানার সেকেণ্ড অফিসার জানান, এই মামলায় চারজনের নাম সামনে উঠে এসেছে। মামলার তদন্ত প্রক্রিয়া এখনো চলছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *