আমবাসা, ৫ জানুয়ারি।। অভিনব কায়দায় পাচার করতে গিয়ে ধলাই জেলার আমবাসা থানার পুলিশের হাতে আটক বিপুল পরিমাণ শুকনো গাঁজা। শুক্রবার ভোর নাগাদ এএস০৯এসি৬৬৪৬ নম্বরের একটি ১২ চাকার লরি তেলিয়ামুড়ার দিক থেকে শিলং এর উদ্দেশ্যে যাচ্ছিল। আমবাসা থানার অন্তর্গত ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের বেতবাগান নাকা পয়েন্টে আসামাত্রই সন্দেহজনক হওয়ায় গাড়িটিতে তল্লাশি চালায় নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ কর্মীরা।
তাতেই সকলের চক্ষু চড়ক গাছ। গাড়িটির ১২ চাকার মধ্যে মাঝখানের দুটি চাকার ভেতরে এবং গাড়িতে থাকা অতিরিক্ত চাকার ভেতরে লুকানো ছিল বিপুল পরিমাণ শুকনো গাঁজা। পরবর্তী সময় গাড়িটির তেলের ট্যাংকে গোপন চেম্বার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ শুকনো গাঁজা। ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা, এরপরই ঘটনাস্থলে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী।
অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী জানান এই গাড়িটি থেকে ছোট বড় ৪৫ টি প্যাকেটে ১৩২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সাথে গাড়ির চালক কিল্লা এলাকার বাসিন্দা চন্দন কুমার জমাতিয়া এবং সহচালক ডুম্বুরের বাসিন্দা রত্ন সাধন জমাতিয়াকে আটক করা হয়েছে। এই উদ্ধারকৃত গাঁজার কালোবাজার মূল্য আনুমানিক ১৩ লক্ষ ২০ হাজার টাকা।