সম্পত্তি দখলের লক্ষ্যে অসুস্থ বাবাকে গায়েব করার অভিযোগ উঠল বিএসএফে কর্মরত ছেলের বিরুদ্ধে

আগরতলা, ৪ জানুয়ারি।। সম্পত্তি দখল করার চেষ্টায় মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত পিতাকে নিয়ে উধাও ছেলে। কোথায় যে রেখেছে অসুস্থ পিতাকে, কোন ঠিকানা খুঁজে পাচ্ছে না দুই কন্যা সন্তান। পিতাকে দেখার জন্য মন একেবারে ব্যাকুল । প্রশাসন থেকে শুরু করে এদিক ওদিক খোঁজে পিতার সন্ধান পাচ্ছে না দুই মেয়ে। আগরতলার এনসিসি থানা সহ বিলোনিয়া থানার দ্ধারস্থ মেয়েরা।

জানা গিয়েছে, দুই দিন অতিক্রান্ত হওয়ার পর পুলিশ প্রশাসনের উপর আস্থা হারিয়ে অবশেষে সংবাদ মাধ্যমের দ্ধারস্থ হয়ে দুই মেয়ে বলেন, আমরা প্রশাসনের কাছে আবেদন রাখছি আমাদের বাবাকে ভাইয়ের হাত থেকে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হোক। আমারাও যাতে সেবা শুশ্রূষা করতে পারি বাবার।

নিরোধ দেবনাথের বাড়ি বিলোনীয়া বিকেআই স্কুল সংলগ্ন। মারণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী। নিরোধ দেবনাথের এক ছেলে, দুই মেয়ে। ছেলে তাপস দেবনাথ, দুই মেয়ে শিল্পী দেবনাথ ( সরকার ) ও রত্না দেবনাথ। দুই মেয়ে শিল্পী দেবনাথ ( সরকার ) ও রত্না দেবনাথ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে জানান, গত ২রা জানুয়ারি নাকি পিতা নিরোধ দেবনাথকে একপ্রকার জোর করে ঘর থেকে নিয়ে যায় ভাই তাপস দেবনাথ। এই তাপস দেবনাথ বিএসএফ কর্মরত। ঐদিন কারো সাথে কোন আলাপ আলোচনা না করে কিছু বিএসএফ জওয়ানের সহায়তায় ঘর থেকে পিতা নিরোধ দেবনাথকে বের করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে যায় তাপস এমনই অভিযোগ।

বোন সহ কাকা, জেঠুর কারো সাথে কোন আলাপ আলোচনা ছাড়াই নিয়ে চলে যায় নিরোধ দেবনাথকে। সম্পত্তি নিজের নামে করার জন্য এমনই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। এখানে শুধু তাপস না, তাপসের স্ত্রী রেখা দেবনাথ, তাপসের ছেলে আয়ুশ দেবনাথ ও তাপসের শ্বশুর বাড়ির লোকজনেরা সহায়তা করেছিল এই নিরোধ দেবনাথকে গায়েব করেছে বলে এই অভিযোগও উঠেছে। পাশাপাশি তাপসের বিরুদ্ধে অভিযোগ এই তাপস নাকি আলমারির তালা ভেঙ্গে টাকা পয়সাও নিয়ে চলে যায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *