আগরতলার বর্ডার গোলচক্করে দুষ্কৃতকারীদের হামলায় গুরুতর আহত তিন যুবক, গাড়ি ভাঙচুর

আগরতলা, ১ জানুয়ারি।। রাজধানী আগরতলা শহরের বর্ডার গোলচক্কর এলাকায় তিন যুবককে বেধড়ক মারধর করা হয়েছে৷ সেইসাথে ভাঙচুর করা হয়েছে গাড়ি৷ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ পুলিশ পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে৷

আক্রান্তদের একজন জানিয়েছেন, বিশালগড়ে একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে গাড়ি নিয়ে তারা আগরতলায় বর্ডার গোলচক্কর এলাকায় পৌঁছে রাত বারটা নাগাদ৷ গাড়ি থেকে নেমে তারা বাড়িতে যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় চার যুবক এসে তাদের উপর হামলা চালায়৷ হামলাকারীরা জানতে চায় তারা এত রাতে কোথা থেকে এসে৷ জবাবে তারা বিশালগড়ে একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফিরেছেন বলতেই মারধর করা হয়৷ তাদের গাড়িও ভাঙচুর করা হয়৷

পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ আহতরা হলেন, ইব্রাহিম মিয়া, রতন কাজি এবং বেদু মিয়া৷ জানা গিয়েছে, আহতরা পূর্ব আগরতলা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন৷ আগরতলা শহরের পুলিশ হেডকোয়ার্টার থেকে মাত্র কয়েকশ মিটার দূরে এই ধরনের হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *