বর্ষবিদায়ের রাতে বাইখোড়ার ঠাকুরছড়া এলাকায় বাইক দূর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

সাব্রুম, ১ জানুয়ারি।। বাইখোড়া থানার অধীন ঠাকুরছড়া এলাকায় রাস্তার উপর দুই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান বাইক দূর্ঘটনায় ওই দুই যুবকের মৃত্যু হয়েছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷

জানা গিয়েছে, বর্ষবিদায়ের রাতে সাব্রুমের মনুর বাসীন্দা রাজেশ ত্রিপুরা (১৮) এবং বিমল ত্রিপুরা (৩০) এর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে বাইখোড়ার ঠাকুরছড়া এলাকায়৷ প্রথম স্থানীয় লোকজন মৃতদেহগুলি দেখতে পায়৷ তারপর খবর দেয়া হয় পুলিশে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে৷ পর খবর দেয়া হয় নিহত দুই যুবকের পরিবারকে৷

নিকটাত্মীয়রা হাসপাতালে গিয়ে মৃতদেহ সনাক্ত করেছে৷ পুলিশ ঘটনাস্থল থেকে একটি বাইক উদ্ধার করেছে৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান কোন গাড়ি কিংবা বাইকের সাথে সংঘর্ষে দূর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং তাদের মৃত্যু হয়েছে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ দুই যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *