ত্রিপুরা প্রদেশ বিজেপিতে বড়সড় রদবদল, পরিবর্তন আনা হয়েছে বিভিন্ন মোর্চার সভাপতি পদেও

আগরতলা, ৩০ ডিসেম্বর।। বছর শেষে ত্রিপুরা প্রদেশ বিজেপির বিভিন্ন কমিটির পদাধিকারীদের রদবদল ও পরিবর্তন করা হয়েছে৷ দলের প্রদেশ কমিটির সহ সভাপতি সহ বেশ কিছু পদে পরিবর্তন আনা হয়েছে৷ সেই সাথে সাতটি মোর্চার সভাপতি পদেও পরিবর্তন আনা হয়েছে৷ বাদ যায়নি প্রদেশ যুব মোর্চার সভাপতির পদও৷ বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য নতুন কমিটি ও পদাধিকারীদের নামের তালিকা প্রকাশ করেছেন৷

এদিন সকালে প্রকাশিত নতুন তালিকা ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গিয়েছে৷ নতুন পদাধিকারীরা শুভেচ্ছা অভিনন্দনের জোয়ারে ভাসতে থাকেন৷ প্রকাশিত তালিকা অনুযায়ী, বিজেপি প্রদেশ কমিটির সহ সভাপতি পদে ছয়জন স্থান পেয়েছেন৷ তারা হলেন, ডাঃ অশোক সিনহা, বিমল চাকমা, সুবল ভৌমিক, তাপস ভট্টাচার্য্য, পাপিয়া দত্ত এবং পাতাল কন্যা জামাতিয়া৷ বাদ পড়েছেন প্রাক্তন বিধায়ক রেবতী মোহন দাস৷ তাঁর বদলে সহ সভাপতি পদে নতুন দায়িত্ব পেয়েছেন সুবল ভৌমিক৷

এদিকে, দলের প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক পদে বিধায়ক ভগবান দাস, অমিত রক্ষিত এবং বিপিন দেববর্মা এই তিন জন স্থান পেয়েছেন৷ প্রদেশ সম্পাদক পদে তাপস মজুমদার, ডেভিড দেববর্মা, রতন ঘোষ, মৌসুমী দাস, ভূমিকা নন্দন রিয়াং এবং অজন্তা ভট্টাচার্য্য স্থান পেয়েছেন৷ প্রদেশ কোষাধক্ষ্য পদে স্থান পেয়েছেন নাগাধিরাজ দত্ত এবং মৃনাল কান্তি নাথ৷ অফিস সম্পাদক পদে স্থান পেয়েছেন মিহির সরকার৷
অন্যদিকে, দলের বিভিন্ন মোর্চার সভাপতি ও সভানেত্রীও পরিবর্তন করা হয়েছে৷ তালিকা মোতাবেক মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রীপদে দায়িত্ব পেয়েছেন মিমি মজুমদার৷ যুব মোর্চার প্রদেশ সভাপতি হয়েছেন বিধায়ক সুশান্ত দেব৷ এসসি মোর্চার প্রদেশ সভাপতি পদে স্থান পেয়েছেন অরবিন্দ দাস৷ জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি হয়েছেন পরিমল দেববর্মা৷ ওবিসি মোর্চার প্রদেশ সভানেত্রী হয়েছেন মলিনা দেবনাথ, কিষাণ মোর্চার প্রদেশ সভাপতি হয়েছেন প্রদীপ বরণ রায় এবং সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন বিল্লাল মিয়া৷

জানা গিয়েছে, সামনেই লোকসভা নির্বাচন৷ সেই লক্ষ্যেই দলকে সাংগঠনিক দিক থেকে আরও বেশী সক্রিয় করার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে৷ নতুন কমিটির নতুন দায়িত্বপ্রাপ্তরা নির্বাচনের লক্ষ্যে ময়দানে ঝাপিয়ে পড়বে৷ দলের একটি সূত্রে জানা গিয়েছে অনেকেই পদ নিয়ে বসেছিলেন, সাংগঠনিক কাজে তেমন কোন তৎপরতা নজরে আসেনি৷ তাছাড়া কয়েকজনের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে নানা অভিযোগও উঠে এসেছিল৷ সেগুলি বিচার বিশ্লেষণ করেই নতুন করে কমিটি গঠন করা হয়েছে বলে সূত্রের দাবি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *