উদয়পুর, ২৭ ডিসেম্বর।। উদয়পুর মহকুমার শালগড়ার এক গৃহবধূ পরকীয়ার সূত্রে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়ার সময় নগদ আড়াই লক্ষ টাকা এবং পাঁচ বড়ি স্বর্নালঙ্কার নিয়ে গেছে।
গৃহবধূর শ্বশুর মমিন মিয়া জানিয়েছেন ছেলে ইউনোস মিয়া বিদেশে থাকে। সেখান থেকে নিয়মিত টাকা পয়সা পাঠায়। সেই টাকায় সংসার চলে। কিন্তু, গতকাল ছেলের বউ বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি।বহু খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশ হয়ে পাড়ার অভিভাবকদের পরামর্শ চাইলেন শ্বশুর। ইতিমধ্যে ছেলের বউ স্বরূপা বিবি শ্বশুরকে জানিয়ে দেন আর খোঁজ খবর না নিতে। কারণ সে এখন কলকাতাতে আছেন।
অবশেষে বুধবার শ্বশুর মমিন মিয়া রাধাকিশোরপুর থানায় ছুটে আসেন এবং সমস্ত ঘটনা জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।পরে সাংবাদিকদের সামনে মমিন মিয়া বলেন, তার বাড়িতে কিছু সমাজদ্রোহী প্রবেশ করে এবং দশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এদিকে তিনি আরো ও বলেন ছেলের বউ তার ভাগ্নে ভুলকেশ মিয়ার সাথে পালিয়ে গেছে। যাওয়ার সময় নগদ আড়াই লাখ টাকা এবং পাঁচ বড়ি স্বর্নালঙ্কার নিয়ে গেছে।