তাকমাছড়ায় নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে একমাস পর পুলিশের দ্বারস্থ হলেন স্ত্রী

আগরতলা, ২৬ ডিসেম্বর।। নিখোঁজ হওয়ার একমাস পরও হদিশ নেই গৃহকর্তার৷ বহু জায়গায় খোঁজখবর করে কোন সন্ধান না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হলেন নিখোঁজ ব্যক্তির স্ত্রী৷ ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার মনপাথড় ফাঁড়ির অধীন তাকমাছড়া এডিসি ভিলেজে৷ উদ্বেগ ও উৎকন্ঠায় দিন কাটছে নিখোঁজ ব্যক্তির পরিবারের৷

জানা গিয়েছে, ২৪ নভেম্বর বাড়ি থেকে বেরিয়েছিলেন সুরজিৎ দেববর্মা এলাকাতেই রাসমেলায় যাবেন বলে৷ মেলা থেকে আর বাড়ি ফিরেননি৷ সেই থেকে তার খোঁজে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালায় স্ত্রী৷ ঘরে তিন সন্তান রয়েছে৷ চরম অসহায় হয়ে পড়েছেন স্ত্রী৷ বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও স্বামীর কোন হদিশ না পেয়ে অবশেষে মনপাথড় ফাঁড়িতে বিষয়টি জানান৷

পুলিশ তথ্য তল্লাসি চালিয়ে যাচ্ছে৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান ইচ্ছাকৃতভাবেই সুরজিৎ স্ত্রী ও সন্তানদের ফেলে অন্যকোথায় আত্মগোপন করে রয়েছে৷ হয়তো সুরজিৎ দেববর্মার নিখোঁজ হওয়ার পিছনে প্রণয় সংক্রান্ত কোন বিষয় থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা৷ তবে তদন্ত শুরু করেছে পুলিশ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *