লেফুঙ্গায় শৌচালয়ের জন্য খুঁড়া গর্তে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে

আগরতলা, ২৬ ডিসেম্বর।। পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গার তেলিয়া পাড়ায় গর্তের মধ্যে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ৷ মৃত ব্যক্তির নাম যুগল তেলিয়া৷ বয়স আনুমানিক ষাট৷ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷

জানা গিয়েছে, তেলিয়া পাড়ার বাসিন্দারা লেফুঙ্গা থানায় খবর দেয় যে এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে একটি গর্তের মধ্যে৷ সাথে সাথে পুলিশ সেখানে পৌঁছে এবং মৃতদেহ গর্ত থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷ মৃত ব্যক্তির পরিবারের লোকজন জানিয়েছে সকালের দিতে যুগলকে বাড়িতেই দেখা গিয়েছিল৷ তারপর হঠাৎ করে বাড়ির লোকজন তাঁকে দেখতে পাচ্ছিলেন না৷

এদিক ওদিক খোঁজাখুঁজি করে দেখতে পান বাড়ির পাশেই একটি গর্তের মধ্যে পড়ে রয়েছে যুগল তেলিয়া৷ সাথে সাথেই খবর দেয়া হয় পুলিশকে৷ পুলিশের প্রাথমিক অনুমান বয়স্ক যুগল হয়ত গর্তের মধ্যে পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন কিংবা শ্বাসকষ্টে মারা গিয়েছেন৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই এই ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা সম্ভব বলে পুলিশের দাবি৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *