আগরতলা, ২৬ ডিসেম্বর।। রাজধানী আগরতলা শহরের অভয়নগরে দুই বাইকের সংঘর্ষে প্রাণ হারিয়েছে এক যুবক৷ মৃত যুবকের নাম বাপন মিয়া৷ দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত আনুমানিক এগারটা নাগাদ৷জানা গিয়েছে, বাপন মিয়া তার এক বন্ধুকে রাধানগর এলাকায় পৌঁছে দেয়ার জন্য বাইক নিয়ে যাচ্ছিলেন৷ বাইকের মালিক অন্য এক যুবক৷ রাত সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে বের হয়েছিল৷ কিন্তু, দীর্ঘ সময় যাবৎ বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বাপনের মোবাইলে কল করতে থাকে৷ কিন্তু, কল রিসিভ হচ্ছিল না৷
পরে রাত পৌণে বারোটা নাগাদ হাসপাতাল থেকে কল আসে যে বাপন মিয়া দূর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন৷ পরে পরিবারের লোকজন হাসপাতালে ছুটে যায়৷ গিয়ে দেখেন বাপন মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ পরে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ দূর্ঘটনাগ্রস্ত দুটি বাইক আটক করেছে৷