আগরতলা, ২৫ ডিসেম্বর।। ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরাও পালন করেছে বিজেপি। এই উপলক্ষ্যে প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত সকলে প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সেখানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর ঘোষণা করেন প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে সুশাসন দিবস হিসাবে পালন করা হবে। তারপর থেকে প্রতি বছর এই দিনটিকে সুশাসন দিবস হিসাবে পালন করা হয়।
অপরদিকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, ত্রিপুরা রাজ্যের সর্বত্র বিজেপির প্রতিটি বুথে এইদিন প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন করা হয়েছে। প্রতিটি মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য সরকারের প্রয়াস জারি রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমানে ভারত বিকশিত হচ্ছে।
এদিকে, সারা দেশে ও রাজ্যের সাথে বিলোনিয়াতেও পালিত হয় ভারতরত্ন তথা প্রয়াত অটল বিহারী বাজপেয়ির জন্মদিন। তারই অঙ্গ হিসাবে সোমবার ৩৫ বিলোনিয়া মন্ডলের উদ্যোগে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সোমবার সকালে দক্ষিণ জেলার বিলোনিয়া অটল ভবনে অটল বিহারী বাজপেয়ি প্রতিকৃতিতে যথাযোগ্য মর্যাদার সাথে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো পর শুরু হয় বিভিন্ন ধরনের কর্মসূচি।
শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের পর বিলোনিয়া হাসপাতালে চিকিৎসারত রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা এবং পরবর্তী সময়ে বিলোনিয়া মন্ডলের উদ্যোগে সুকান্ত নগরের ড্রপগেট এলাকায় প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারি বাজপেয়ীর জন্মদিনে ৪টি পঞ্চায়েত এলাকার দুস্থ: মানুষেরা শীতের হাত থেকে রক্ষা পেতে দুইশতাধিকের অধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।
পাশাপাশি ভারতীয় জনতা পার্টি দক্ষিণ জেলার উদ্যোগে বাইখোড়া কমিউনিটি হলে আয়োজিত হয় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম জয়ন্তী উপলক্ষে ” কবি,সাহিত্যিক ও বুদ্ধিজিবী সন্মেলন”। বিভিন্ন কর্মসূচি গুলিতে উপস্থিত ছিলেন বিজেপি দলের রাজ্য কমিটির সদস্য নিখিল চন্দ্র গোপ, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাই লাফ্রু মগ, মন্ডল সভাপতি গৌতম সরকার এবং সাধারণ সম্পাদক অলোক রায় সহ বিজেপি দলের বরিষ্ট কার্যকর্তারা।
দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ভারত রত্ন অটল বিহারী বাজপেয়েরীর জন্মদিন উদযাপন করলো বিজেপির ফটিকরায় মণ্ডল কমিটি। সোমবার ছিলো দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপি দলের প্রতিষ্ঠাতা অটল বিহারী বাজপেয়ীর ৯৯ তম জন্মদিন। প্রতিবছরই গোটা দেশে এই দিনটিকে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে বিজেপি। ব্যাতিক্রম নেই এবারও। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরার বিভিন্ন জায়গার সাথে ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভায়ও বিজেপির উদ্যোগে হয় বিভিন্ন কর্মসূচী।
এদিন গকুলনগর বাজারে দলীয় কার্যকর্তাদের নিয়ে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করে বিজেপির ফটিকরায় মণ্ডল কমিটি। উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রীসভার সদস্য তথা ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুপর্না দাস, দলের ফটিকরায় মণ্ডল সভাপতি নিলকান্ত সিনহা সহ অন্যান্যরা। সভায় আলোচনা রাখতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবনী নিয়ে বিষদে আলোচনা করেন মন্ত্রী সুধাংশু দাস। বিজেপি দল করতে গেলে আগে অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে জানা আবশ্যক বলে দলীয় কার্যকর্তাদের প্রতি বার্তা দেন মন্ত্রী। এছাড়াও এদিন প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকরায় হাসপাতালে মন্ত্রীর উপস্থিতিতে রোগী এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে ফলমিষ্টি বিতরন করে বিজেপির স্থানীয় মণ্ডল কমিটি।
ভারতরত্ন তথা দেশের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন তথা সুশাসন দিবস উপলক্ষে সোমবার আমবাসাস্থিত বিজেপি ধলাই জেলা কার্যালয় অনুষ্ঠিত হয় এলাকার কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের নিয়ে কাব্যঞ্জলি অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানের শুরুতেই ভারত মাতা, শ্যামাপ্রসাদ মুখার্জী ও অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত প্রত্যেকে।
এদিনের এই অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখেন বিজেপি ৪৭ আমবাসা মন্ডল কমিটির সভাপতি চন্দন ভৌমিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক তথা আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন ইন কাউন্সিল উত্তম অধিকারী। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে অটল বিহারী বাজপেয়ীজীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত প্রত্যেকে। উপস্থিত কবি সাহিত্যিকরা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নিজেদের স্বরচিত কবিতা এবং অটল বিহারী বাজপেয়ীর জীবনের বিভিন্ন দিক দিয়ে লেখা সকলের সামনে পাঠ করেন।