কদমতলায় বাইক ও ব্যাটারি চালিত অটোর সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ছয়জন

কদমতলা, ১৮ ডিসেম্বর।। উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় বাইক ও ব্যাটারি চালিত অটোর সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ছয়জন৷ দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বাইক ও অটো বেপরোয়াভাবে চালানো হয়েছিল বলেই এই দূর্ঘটনা৷

জানা গিয়েছে, ধর্মনগরের দিক থেকে আসছিল অটো৷ বিপরীত দিক থেকে আসছিল বাইক৷ ইচাইলালছড়া এলাকায় বাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষ হয়৷ বাইক চালক ছিটকে পড়ে যায়৷ অন্যদিকে অটোটিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ অটোর তিন মহিলা যাত্রী সহ পাঁচজন আহত হয়েছেন৷ স্থানীয় লোকজন সাথে সাথেই ফায়ার সার্ভিসকে খবর দেয়৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *