যানবাহন পার্কিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ আন্দোলন সখিচরণ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীদের

আগরতলা, ১৪ ডিসেম্বর।। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে সখিচরণ বিদ্যানিকেতনের সামনে রাস্তায় যানবাহন পার্কিং করে রাখার প্রতিবাদে অবরোধ আন্দোলনে সামিল হলেন অভিভাবক, ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা৷ ঘটনা বৃহস্পতিবার সকালে৷ পরে ট্রাফিক পুলিশের আধিকারীকরা সেখানে পৌঁছে এবং আশ্বাস দেন যে আগামীকাল থেকে স্কুলের সামনের রাস্তায় যানবাহন পার্কিং করে রাখা হবে না৷

জানা গিয়েছে বছরের পর বছর সখিচরণ বিদ্যানিকেতনের সামনের রাস্তায় সারিবদ্ধভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়৷ ট্রাক, মিনি ট্রাক সহ প্রাইভেট গাড়ি সেখানে রেখে দেওয়া হয়৷ সেই সাথে বিভিন্ন নির্মাণ সামগ্রীও রাস্তার উপর ফেলে রাখা হয়৷ তাতে সকাল থেকে বিকাল পর্যন্ত যানজট লেগেই থাকে৷ নির্দিষ্ট সময়ে স্কুলে পৌঁছতে পারে না ছাত্রাছাত্রী থেকে শুরু করে শিক্ষিক-শিক্ষিকারা৷ এই ব্যাপারে কারো কোন হেলদোল নেই৷

শেষ পর্যন্ত বাধ্য হয়ে বৃহস্পতিবার স্কুলের প্রাথমিক বিভাগের ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে রাস্তা অবরোধ আন্দোলনে নামেন অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা৷ দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকে ছাত্রছাত্রীরা৷ পরে ট্রাফিক পুলিশের আধিকারীকরা সেখানে পৌঁছেন এবং আশ্বাস দেন সেখান থেকে সবগুলি গাড়ি সরিয়ে নেয়া হবে৷ আর এখানে গাড়ি দাঁড় করিয়ে পণ্য উঠানো বা নামানোর সুযোগ দেয়া হবে না৷ এই আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *