আমাদের লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে ৪,৫০০টি বন্দে ভারত ট্রেন চালানো : জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

অনলাইন ডেস্ক, ৮ ডিসেম্বর।। চলতি মাসের শেষের দিকে অযোধ্যা বিমানবন্দর সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবে। জানালেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শুক্রবার সকালে এক সাংবাদিক সম্মেলনে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, আমি সম্প্রতি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে অযোধ্যা বিমানবন্দর প্রকল্প পরিদর্শন করেছি। এই মাসের শেষে, অযোধ্যা বিমানবন্দর সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবে। আমি প্রতিদিন প্রকল্পটি পর্যবেক্ষণ করছি। প্রধানমন্ত্রী মোদী এই বিমানবন্দর উদ্বোধন করবেন।

কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আরও বলেছেন, বুলেট ট্রেনের প্রথম সেকশন তিন বছরের মধ্যে শুরু হবে। তিনি জানান, ২০১৪-১৪ রেল বাজেট ছিল ২৯ হাজার কোটি টাকা, এখন ৯ বছরে ৯-বার রেল বাজেট বাড়িয়ে ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা করা হয়েছে। সিন্ধিয়া বলেছেন, দেশে দূরদৃষ্টি ও নেতৃত্বের অভাব ছিল। ২০১৪ সালে একটি নতুন অধ্যায় শুরু হয়েছিল। ১০ লক্ষ কোটি মূলধনী ব্যয়ের প্রকল্প চলছে।

ভারতীয় রেল ব্যবস্থা বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জম্মু ও কাশ্মীরে তৈরি হচ্ছে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু। প্রধানমন্ত্রী মোদী দেশের সবচেয়ে অবহেলিত অংশগুলি- জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিকে দেশের উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসাবে তৈরি করেছেন। তিনি জম্মু ও কাশ্মীরকে দেশের মুকুট বানিয়েছেন। সিন্ধিয়ার যোগ করেছেন, এখন দেশে ২৩টি বন্দে ভারত ট্রেন চলছে। আমাদের লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে ৪,৫০০টি বন্দে ভারত ট্রেন চালানো।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *