আগরতলায় মহারাজগঞ্জ বাজারে খাদ্য দপ্তরের অভিযান, দুটি দোকানে ধরা পড়ল গড়মিল

আগরতলা, ৮ ডিসেম্বর।। রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারে ফের অভিযান চালিয়েছে খাদ্য দপ্তরের আধিকারীকরা৷ শুক্রবার বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালানোর পর দুটি দোকানে কিছু গড়মিল ধরা পড়ে৷ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন অভিযানে অংশগ্রহণকারী এক আধিকারীক৷

জানা গিয়েছে, এদিন খাদ্য দপ্তরের আধিকারীকদের একটি টিম মহারাজঞ্জ বাজারের কিছু চাল ব্যবসায়ীর দোকানে নথিপত্র তল্লাসি চালিয়েছে৷ তাতে কৃষ্ণ সাহা এবং সত্যরঞ্জন সাহার চালের দোকানে নথিপত্র গড়মিল ধরা পড়ে৷ তাছাড়া আরও একটি দোকানে পিডিএস চাল পাওয়া গিয়েছে৷ তাছাড়া বাজারের একটি টিফিনের দোকান থেকে দুটি ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে৷

অভিযানকারী আধিকারীকরা জানিয়েছেন, এদিন সব্জি বাজারেও অভিযান চালানে হয়েছে৷ তবে সেখানে তেমন কোন হেরফের নজরে আসেনি৷ পেঁয়াজের পাইকারি মূল্য ৫২-৫৪ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে৷ খুচরো ৬০ টাকার মধ্যেই রয়েছে৷ আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যে পেঁয়াজের দাম আরও কিছুটা কমবে৷ ওই আধিকারীকদের বক্তব্য বাজার নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে৷ শুধু তাই নয় দপ্তরের টিম রাজধানী আগরতলা শহরের বিভিন্ন বাজারে অভিযান অব্যাহত রাখবে৷ তিনি এক্ষেত্রে ব্যবসায়ীদেরও সতর্ক থাকতে বলেছেন৷ যদি অনিয়ম ধরা পড়ে তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *