তেলেঙ্গানায় বিমানবাহিনীর প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে দুই পাইলটের

অনলাইন ডেস্ক, ৪ ডিসেম্বর।। তেলেঙ্গানায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে প্রাণ গেছে দুই পাইলটের। তাঁদের একজন বিমানবাহিনীর প্রশিক্ষক, অন্যজন প্রশিক্ষণার্থী। স্থানীয় সময় সোমবার তেলেঙ্গানা রাজ্যের মেদাক জেলায় এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ভারতের বিমান বাহিনী জানিয়েছে, পিলাটাস পিসি-৭ এমকে-২ মডেলের প্রশিক্ষণ উড়োজাহাজটি হায়দরাবাদের ভারতীয় বিমানবাহিনী একাডেমি (এএফএ) থেকে উড্ডয়ন করেছিল। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে দুজন আরোহী নিয়ে সেটি আকাশে উড়েছিল। তখন দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ঘটনা তদন্ত করছে ভারতীয় বিমানবাহিনী। এ দুর্ঘটনায় বেসামরিক কেউ হতাহত হননি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *