স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৩০ অক্টোবর।। কাজের সন্ধানে সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় অনুপ্রবেশ করে বিএসএফের হাতে আটক বাংলাদেশী যুবক।বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও দালাল চক্রের হাত ধরে কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে এপারে প্রবেশ করে বিএসএফের চোখে ধুলো দিয়েও বাঁচতে পারেনি। আটক যুবকের নাম সোহেল আহমেদ। বাবার নাম শহিদুল্লাহ। বাড়ি বাংলাদেশের নোয়াখালী এলাকায়।
ওই যুবকের বক্তব্য এই পারে কাজের উদ্দেশ্যে আসে দালাল চক্রের হাত ধরে। কয়েকজন যুবক মোটা অংকের টাকা তার কাছ থেকে নিয়ে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে তাকে এপারে পাঠিয়ে দেয়। পরবর্তী সময়ে বিএসএফের হাতে ধরা পড়ে।
বিএসএফ তাকে আটক করে তার কাছ থেকে একটি বৈধ পাসপোর্ট, বাংলাদেশে কিছু টাকা এবং বাংলাদেশের সিমসহ একটি মোবাইল উদ্ধার করে। পরবর্তী সময়ে কৈয়াডেপা বিএসএফ ক্যাম্পের বিএসএফ জওয়ানরা মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয় ওই যুবককে। যুবকের বক্তব্য টাকা পয়সা না থাকায় এপারে প্রবেশ করেছে কাজের উদ্দেশ্যে। পুলিশ ধৃত যুবককে আদালতে সোপর্দ করবে বলে থানা সূত্রে খবর।