কেজরিওয়ালের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি

অনলাইন ডেস্ক, ১২ অক্টোবর।। আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। দিল্লির আম আদমি পার্টির সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী পদ থেকে কেজরিওয়ালের ইস্তফার দাবি জানান বিজেপির নেতা-কর্মীরা। বিজেপির এই বিক্ষোভকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

আবগারি নীতি মামলায় এএপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভের সময় দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। কেজরিওয়ালের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন বিজেপির নেতা-কর্মীরা।ব্যারিকেড করে বিজেপি কর্মীদের থামিয়ে দেয় পুলিশ। এরপরই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেছেন, “(দিল্লির মুখ্যমন্ত্রী) অরবিন্দ কেজরিওয়ালকে অবশ্যই পদত্যাগ করতে হবে, তিনি লক্ষ লক্ষ মানুষকে লুট করেছেন।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *