স্ত্রীকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিলেন বিচারক

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১২ অক্টোবর।। স্ত্রীকে হত্যার দায়ে বিচারক অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা সাজা ঘোষণা করেন। জরিমানা অনাদায়ে তিন মাস অতিরিক্ত জেলে থাকার নির্দেশ দেন বিচারক। ঘটনা ঊনকোটি জেলার কৈলাসহরে।বৃহস্পতিবার ঊনকোটি জেলা আদালতের সরকারি আইনজীবী সুনির্মল দেব জানান যে, কৈলাসহরের দেওরাছড়া এডিসি ভিলেজের এক নং ওয়ার্ডের ভুইয়া পাড়া এলাকার বাসিন্দা রাখেল মুন্ডা এবং স্ত্রী মনি মুন্ডা।

প্রায়ই স্বামী রাখেল মুন্ডা অতিরিক্ত মদ্যপান করে বাড়িতে এসে স্ত্রী মনি মুন্ডাকে মারধোর করত। ২০২২সালের১৯ জুন রাত অনুমানিক সাড়ে দশটা নাগাদ রাখেল মুন্ডা অতিরিক্ত মদ্যপান করে বাড়িতে এসে স্ত্রী মনি মুন্ডার সাথে ঝগড়াঝাটি শুরু করে দেয়। পরবর্তী সময়ে রাখেল মুন্ডা শক্ত লাঠি দিয়ে মনি মুন্ডার মাথায় আঘাত করে। আঘাত করার সাথে সাথেই মনি মুন্ডার মাথা থেকে প্রচন্ড রক্তক্ষরণ শুরু হয় ও মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মনি মুন্ডার মৃত্যু হয়।

পরবর্তী সময়ে পাশের বাড়িতে থাকা নিজের মেয়েকে এবং গ্রামের অন্যান্যদের কাছে রাখেল মুন্ডা এই ঘটনার সত্যতা স্বীকার করে। পরের দিন ২০ অক্টোবর রাখেল মুন্ডার পাশের বাড়ির বাসিন্দা রাধেশ্যাম ভর কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করেছিলেন। মামলার সাথে সাথেই তদন্তকারী পুলিশ অফিসার মৃনাল পাল রাখেল মুন্ডাকে গ্রেফতার করে এবং পরবর্তী সময়ে রাখেল মুন্ডা পুলিশের কাছে এই ঘটনার সত্যতা স্বীকারও করে।

এই মামলার সরকারি আইনজীবী সুনির্মল দেব আরও বলেন যে, এই মামলায় রাখেল মুন্ডার বিরুদ্ধে ১৬জন আদালতে সাক্ষ্যদান করেন এবং ঊনকোটি জেলার জেলা ও দায়রা জজ পি.কুমার ১২ অক্টোবর বৃহস্পতিবার ৩০২ধারায় অভিযুক্ত রাখেল মুন্ডাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানার সাজা ঘোঘণা করেন। জরিমানা অনাদায়ে তিন মাস জেলে থাকার আদেশ দেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *