স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১২ অক্টোবর।। দুর্গাপুজোর প্রাক্কালে দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন মহকুমা শহরে মিষ্টির দোকান, রেস্টুরেন্ট ও বিভিন্ন খাবারের দোকানে মহকুমা প্রশাসন ও জেলা স্বাস্হ্য দপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়েছে। বিলোনিয়া, সাব্রুম, শান্তিরবাজার শহরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্যাকেট জাত খাদ্যদ্রব্য এবং বিভিন্ন মিষ্টির দোকান, রেস্টুরেন্ট ও হোটেল সহ বিভিন্ন খাদ্য দ্রব্যের নমুনা ও দ্রব্যমূল্য দেখতে বিলোনিয়া মহকুমা প্রশাসনের আধিকারিক, দক্ষিণ জেলা স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে অভিযান সংগঠিত করা হয়।
বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ বিলোনিয়া শহরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়। বিলোনিয়া শহরের বিভিন্ন খাবারের দোকানগুলিতে অভিযান চালিয়ে বিভিন্ন জিনিসের দাম নিয়ে দোকানদারের সাথে কথা বলেন। ওজন মাপার দাড়িপাল্লা সঠিক আছে কিনা তাও খতিয়ে দেখেন। বিভিন্ন খাবারের গুনগত মান বজায় আছে কিনা তাও সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এদিনের অভিযানে যে সমস্ত দোকানগুলিতে গড়মিল পাওয়া যায় সে দোকানের মালিকদেরকে বিভিন্নভাবে সচেতন ও সতর্ক করা হয়।সরকারী নিয়ম মেনে তারা যেন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে সে বিষয়ে অবহিত করে দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি জানান এই ধরনের অভিযান বিভিন্ন দোকানে ধারাবাহিকভাবে চালানো হবে। সকলে যাতে এই বিষয়ে সরকারের নিয়ম নীতি মেনে চলে সে আবেদন রাখেন আধিকারিকরা। এদিনের অভিযানে ছিলেন মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর সঞ্জয় শীল, দক্ষিণ জেলার স্বাস্থ্য দপ্তরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত দাস সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা।