স্টাফ রিপোর্টার, বিশ্রামগঞ্জ, ১০ মার্চ।। রাজ্যের প্রতিটি গ্রামকে আদর্শ গ্রামে পরিণত করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। প্রতিটি গ্রামেই থাকবে বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা। উন্নয়নের মাধ্যমেই গ্রাম স্বরাজ গঠন করা হবে। আজ বিশ্রামগঞ্জে নবনির্মিত জেলা পঞ্চায়েত রিসোর্স সেন্টার ও সখি ওয়ান স্টপ সেন্টারের নবনির্মিত পাকাভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন।
তিনি বলেন, এডিসি এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, রাজ্য সরকার সবাইকে নিয়ে চলার চেষ্টা করছে। উন্নয়নের ক্ষেত্রে বর্তমান সরকার কোন পক্ষপাতিত্ব করেনা। রাজ্য সরকারের লক্ষ্যই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। তিনি বলেন, রাজ্যের মহিলারা যাতে আর্থিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে পারেন সেই জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা রাজ্যে উন্নয়নের ধারা বজায় রাখতে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের ইতিবাচক পদক্ষেপের ফলে মহিলাদের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক অগ্রগতি এসেছে। সেই ধারা রাজ্যেও অব্যাহত রয়েছে। বিগত দিনগুলিতে সবচেয়ে বেশি বঞ্চিত ছিলেন মহিলারা। সরকার সমস্ত অংশের মানুষের উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে যেতে চায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সহসভাধিপতি পিন্টু আইচ, বিধায়ক সুভাষ চন্দ্র দাস, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী প্রমুখ।
অনুষ্ঠানে সিপাহীজলা জেলার ৫টি ব্লক এলাকার রেগা, অঙ্গনওয়াড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বসহায়ক দলের শ্রেষ্ট কাজের জন্য ৫ জনের হাতে পুরস্কার তুলে দেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা ও অন্যান্য অতিথিগণ।