অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মামলায় ত্রিপুরা সরকারের কাছে জবাবি হলফনামা চাইল হাইকোর্ট

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ অক্টোবর।। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের চাকরি থেকে অবসরের পর গ্র্যাচুইটি ও অন্যান্য অবসরকালীন সুযোগ সুবিধা দাবি করে দাখিল করা রিট মামলা গ্রহণ করেছে ত্রিপুরা হাইকোর্ট। ত্রিপুরা সরকারকে জবাবি হলফনামা দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গৌড়।

রাজ্যের ২০ জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা রিট মামলা দাখিল করে বলেছেন, ২০২২ সালে সুপ্রিম কোর্ট মনিবেন মগণভাই ভারিয়া বনাম জেলা উন্নয়ন আধিকারিক ও অন্যান্য মামলার রায়ে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে আইসিডিএস প্রকল্পে নিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা গ্রেচুইটি সহ অন্যান্য অবসরকালীন সুযোগ-সুবিধার অধিকারী। সংশ্লিষ্ট রিট মামলাটি দাখিল করার আগে আবেদনকারীরা ত্রিপুরা সরকারের কাছে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে তাদেরকে গ্রেচুইটি সহ অন্যান্য অবসরকালীন সুযোগ-সুবিধা প্রদান করার জন্য।

কিন্তু রাজ্য সরকার তাদের এই আবেদন নাকচ করে দেয় কোনরকম বিচার বিবেচনা ছাড়াই। যার পরিপ্রেক্ষিতে বাধ্য হয়ে বঞ্চিতরা হাইকোর্টে রিট মামলা দাখিল করেন যা আজ শুনানির জন্য গ্রহণ করার পর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ত্রিপুরা সরকারকে নোটিশ দিয়ে জবাবি হলফনামা দাখিল করার জন্য নির্দেশ দিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *