স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ অক্টোবর।। রাজধানী আগরতলা শহরে প্রকাশ্যে টাকাপয়সা ছিনতাই। ঘটনা বুধবার দুপুরে জনবহুল এলাকা বলে পরিচিতি রাধানগর ব্রিজ সংলগ্ন স্থানে। ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত জনগণ শহর আগরতলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। দুই ছিনতাইকারীর মারধরে আহত হয়েছেন যুবকটি।
এদিন দুপুরে রাজধানী আগরতলার রাধানগর এলাকায় একটি এটিএম বুথ থেকে দশ হাজার টাকা তুলে বের হতেই রাস্তার পাশে দুই ছিনতাইকারী এসে ঝাপটে ধরে ওই যুবককে। গলায় চেপে ধরে। পকেট থেকে টাকা পয়সা ছিনতাই করে। ছিনতাইকারীদের সাথে ওই যুবক ধস্তাধস্তি করছিল। তখন রাস্তা দিয়ে প্রচুর যানবাহন চলাচল করছে। মানুষজনও যাতায়ত করছে। কেউ এগিয়ে আসেনি। বাঁচন বাঁচান বলে চিৎকার করলে এক স্কুটি চালক বিষয়টি গুরুত্ব অনুধাবন করেন এবং স্কুটি ফেলে দৌঁড়ে যান ওই যুবকের কাছে। ছিনতাইকারীদের হাত থেকে কোনও রকমে যুবককে বাঁচায়।
ততক্ষণে ছিনতাইকারী ওই যুবকের কাছ থেকে ছয় হাজার টাকা ছিনতাই করে পালিয়ে গা ঢাকা দেয়। পরে সেখানে উপস্থিত হন ট্রাফিক পুলিশের এক কর্মী। এগিয়ে আসেন আশেপাশের লোকজনও। প্রকাশ্যে রাজধানী আগরতলার মতো শহরে যেখানে স্মার্ট সিটির হাজার হাজার সিসি ক্যামেরা লাগানো সেখানে এভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটছে সেখানে শহরের মানুষের নিরাপত্তা কোথায় প্রশ্ন তুলেছেন পথচারীরা।