চাকরির দাবীতে ফের শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন দিল টেট উত্তীর্ণ বেকার বক যুবতীরা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ অক্টোবর।। শিক্ষক পদে চাকরির দাবীতে ফের শিক্ষা দপ্তরের অধিকর্তাকে ডেপুটেশন দিল টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। বুধবার আগরতলায় শিক্ষভবনে শিক্ষা অধিকর্তা সুভাশিষ বন্দ্যোপাধ্যায়ের সাথে টেট উত্তীর্ণদের একটি প্রতিনিধি দল দেখা করেন এবং দাবীসনদ তুলে দেন। ডেপুটেশন দিয়ে ফিরে এসে টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের প্রতিনিধি দলের এক সদস্য জানিয়েছেন, তারা খুবই আশাবাসী যে সরকার চাকরি দেয়ার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। তাদের আশা সঞ্চার হওয়ার পিছনে অধিকর্তার ইতিবাচক মনোভাব।

প্রতিনিধি দলের ওই সদস্য আরও জানিয়েছেন, বর্তমানে রাজ্যে টেট-১ এ শূণ্যপদ রয়েছে ১৬১৫ টি এবং টেট-২ এ শূণ্যপদ রয়েছে ১৬৪৩ টি। টেট উত্তীর্ণ বেকারের সংখ্যা মোট শূণ্যপদ থেকেও অনেক কম। তাই অনায়াসে শূণ্যপদ পূরণ করা যেতে পারে। কারণ, ২০২২ সালে তারা টেট উত্তীর্ণ। তাছাড়া ২০২১ সালে টেট উত্তীর্ণ ৩৫০০ জনকে নিয়োগ করা হয়েছিল। প্রতিনিধি দলের ওই সদস্য আরও জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন স্কুল শিক্ষক সল্পতায় ভুগছে। পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অবিলম্বে যাতে তাদেরকে নিয়োগ করা হয়। প্রতিনিধিরা শিক্ষা অধিকর্তার কাছে তাদের চাকরির ব্যাপারে দাবী জানিয়েছেন। অধিকর্তা জানিয়েছেন তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। অধিকর্তার আশ্বাসে টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা অনেকটাই সন্তুষ্ট বলে জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *